News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

খুন,গুম ও অনিয়ম জারি রাখার নির্বাচন দেশপ্রেমিক জনতা বর্জন করবে

বিভিন্ন পর্যায়ের লোকজনের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2024-01-06, 12:21am

pir-shaheb-charmonai-f74870006ccccfb56886f4643665130b1704478895.jpg

Pir Shaheb, Charmonai Mufti Syed Muhammad Rezaul Karim.



ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৭ জানুয়ারি প্রহসনের ভোট বর্জনের মাধ্যমে সরকারের অপকর্ম রুখে দিতে হবে। প্রহসনের নির্বাচন - আঞ্চলিক মাস্তান বাছাইয়ের তামাশায় পরিণত হয়েছে। এই কথিত নির্বাচন বিরোধী দলগুলোর দাবির যথার্থতা আবারো প্রমাণ করলো যে, কোন দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না। ৭ জানুয়ারির নির্বাচন আমার আপনার মৌলিক অধিকার কেড়ে নেয়ার নির্বাচন। এই নির্বাচন আমার আপনার ভোট জালিয়াতি করে ক্ষমতাসীনদের সীমাহীন লুটতরাজ, জুলুম, খুন,গুম ও অনিয়ম জারি রাখার নির্বাচন। এই নির্বাচন দেশের সম্পদ বিদেশে পাচার করা, ব্যাংকগুলো শূণ্য করা, চুরি করে কোটিপতি হওয়ার অবৈধ পদ্ধতিকে অব্যাহত রাখার নির্বাচন। এই নির্বাচন হলো ক্ষমতাসীনদের পারস্পরিক ক্ষমতা ভাগাভাগির নির্লজ্জ খেলা। ফলে এই নির্বাচনে ভোট দেয়ার মানে হলো, ক্ষমতাসীনদের সকল অন্যায়,জুলুম ও দুর্নীতিকে বৈধতা দেয়া। যা কোনভাবেই দেশপ্রেমিক জনতার জন্য উচিত নয়।

আজ শুক্রবার বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন পর্যায়ের লোকজন সাক্ষাত করতে এলে তাদের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই আরও বলেন, যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা দুর্নীতি, জুলুম-লুটতরাজকে ঘৃণা করেন, যারা মানুষের অধিকারকে সম্মান করেন, তারা কেউ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না। যারা আল্লাহকে ভয় করেন, যারা মাজলুমের বদদোয়াকে ভয় করেন, তারা কেউ ভোট দেবেন না। যারা ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, যারা দেশের জন্য জীবন উৎসর্গকারীদের সম্মান করেন, তারা কেউ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বলবো, আপনারা কেউ এই দেশবিরোধী অবৈধ নির্বাচনে জালিমদের সহযোগিতা করবেন না। প্রশাসনের কর্মচারী-কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, প্রজাতন্ত্রের দায়িত্বশীল হিসেবে আপনারা জনগণের বিপক্ষে গিয়ে সরকারের কোন অবৈধ হুকুম তামিল করবেন না। আপনারা কেউ প্রহসনের নির্বাচনে সহযোগিতা করবেন না। এই জনবিরোধী প্রহসনের নির্বাচনে যারা সহযোগিতা করবে, জনগণ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না।

তিনি বলেন, সরকার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, অর্থনীতিকে ধ্বংস করে হলেও ক্ষমতায় থেকে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। রাজনীতিতে হীন থেকে হীনতর সব কৌশল অবলম্বন করে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করে যাচ্ছে। সত্যি বলতে কি; আধুনিককালে কেউ ক্ষমতায় থাকার জন্য এতটা নির্লজ্জ, দেশের প্রতি এতো আত্মঘাতি, এতো হিংস্র ও এতোটা বেপরোয়া হতে পারে তা কল্পনাও করা যায়না। 

দশেপ্রমেকি জনতা ৭ জানুয়ারীর  প্রহসনরে ভোট র্বজন করুন -ইসলামী আন্দোলন, ঢাকা মহানগর উত্তর

ইসলামী আন্দোলন বাংলাদশে ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রন্সিপিাল হাফজে মাওলানা শখে ফজলে বারী মাসউদ বলনে, আগামী ৭ জানুয়ারী বাংলাদশে বশ্বিবাসীর সামনে এক কলঙ্কতি অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছ।ে এটা জাতরি জন্য লজ্জাজনক, অপমানজনক। বঙ্গবন্ধু কন্যা এ কলঙ্করে মহানায়ক হয়ে থাকব।ে এ কলঙ্করে আয়োজক হসিবেে নতুন প্রজন্ম দলকানা র্বতমান নর্বিাচন কমশিনকে কখনো ক্ষমা করবে না। দশেপ্রমেকি জনতা পাতানো— প্রহসনরে এ ভোট র্বজন করব।ে

আজ শুক্রবার সকালে রাজধানী উত্তররে নগর র্কাযালয়ে ইসলামী আন্দোলন বাংলাদশে ঢাকা মহানগর উত্তরের এক সভায় সভাপতরি বক্তব্যে তনিি এসব কথা বলনে। সভায় উপস্থতি ছলিনে আলহাজ্ব আনোয়ার হোসনে, মাওলানা নুরুল ইসলাম নাইম, মাওলানা মুহাম্মাদ আরফিুল ইসলাম, আলহাজ্ব হাসমত আলী, ইঞ্জনিযি়ার মুরাদ হোসনে, মুফতী ফরদিুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, ডাঃ মুজবিুর রহমান, মুফতী নজিাম উদ্দীন, ইঞ্জনিযি়ার গযি়াস উদ্দীন পরশ, এড. শওকত আলী হাওলাদার, মাওলানা সরিাজুল ইসলাম, রাকবিুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান, হাজী আলাউদ্দীন, মাওলানা আব্দুল কুদ্দুস রশদিী, মুফতী হাববিুল্লাহ, হাফজে নজিাম উদ্দীন প্রমুখ।

সভায় বক্তারা বলনে, এই প্রহসনরে নর্বিাচন আয়োজন দশেরে যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে তার প্রতটিি টাকার হসিাব আউয়াল কমশিন থকেে নযে়া হব।ে জনগণরে ঘাম ঝড়ানো ট্যক্সরে টাকা দলীয় কাউন্সলি আয়োজনরে জন্য দযে়া হয়ন।ি দযে়া হয়ছেে দশে ও জনগণরে উন্নয়নরে জন্য। এক তরফা পাতানো নর্বিাচনরে জন্য নয়। - প্রেস বিজ্ঞপ্তি