Saiful His, GS, Biplabi Workers Party.
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল জাতীয় সংসদে তড়িঘড়ি করে দ্রুত বিচার আইনকে স্থায়ী করে আইন পাশ করানোয় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন রাজনৈতিক বিরোধীদের দমন করতেই যে এই আইন পাশ করানো হয়েছে তাতে কোন সন্দেহ নেই।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বিচার আইন বিচারিক নিপীড়ন বাড়িয়ে তুলেছে।
তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে এই আইনের অপপ্রয়োগ ঘটিয়ে বিরোধী দলসমূহের শত শত নেতৃস্থানীয় ব্যক্তি ও সংগঠকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। তিনি বলেন, যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত বিচার আইনকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি প্রদানের উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে।মন্ত্রীদের বক্তব্যে তার পরোক্ষ স্বীকৃতিও রয়েছে।
তিনি বলেন, বিচারিক আইনের বিলম্বিত দীর্ঘসুত্রিতা যেমন বিচারকে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় করে তোলে, আবার হীন উদ্দেশ্যপ্রনোদিত দ্রুত বিচার অবিচার ও প্রতিহিংসা উসকিয়ে দেয়।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বিএনপির শাসনামলে প্রনীত এই আইনে পরবর্তীতে বিএনপিকে বেশী মাশুল দিতে হয়েছে। তিনি বলেন, ক্ষমতার গণেশ উল্টে গেলে এখনকার ক্ষমতাসীনদেরকেই হয়তো এই আইনে বেশী দূর্ভোগে পড়তে হবে।
তিনি উল্লেখ করেন, ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয়না।এই আইনের জন্য একদিন বর্তমান ক্ষমতাসীনদেরকেই বেশী পস্তাতে হবে।
তিনি অনতিবিলম্বে বিচারিক হয়রানির উদ্দেশ্যে প্রনীত আই আইন প্রথ্যাহার করে নেবার দাবি জানান। - প্রেস বিজ্ঞপ্তি