News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

ঈদের আগে গরীব শ্রমজীবী নগদ পাঁচ হাজার টাকা করে দিন

দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের খাদ্যগ্রহন কমে গেছে - সাইফুল হক

রাজনীতি 2024-03-23, 12:33pm

img-20240322-wa0045-01-2735ccbbf2b54d7ca0bbb15fcaee794e1711175870.jpeg

Biplabi Workers Party GS Saiful Huq addressing rickshaw workers on Friday.



রিকশা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি বন্ধ করুন; তাদের মানবিক অধিকার নিশ্চিত করুন। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই রোজার মাসেও দেশের লক্ষ লক্ষ পরিবারে হাহাকার। দেশের ৭০ শতাংশ মানুষের খাদ্যগ্রহণ কমে গেছে,  অপুষ্টিতে ভুগছে কয়েক কোটি মানুষ। 

তিনি বলেন, ব্যবসায়ীরা যেন আর এক সরকার। ব্যবসায়ীরা সরকারের কোন ব্যবস্থাকেই পাত্তা দিচ্ছনা। সরকারকে সমর্থনের বিনিময়ে তাদের সিন্ডিকেটসমূহ জনগণকে জিম্মি করে যা খুশী তাই করছে।তিনি বলেন, সরকার ও বৃহৎ সিন্ডিকেটের অশুভ আঁতাতের কারণে  বাজারে নৈরাজ্য চলছে। 

তিনি এই দূর্মূল্যের বাজারে বিপর্যয় রোধে ২৫ রোজার মধ্যে গরীব শ্রমজীবী পরিবারসমুহকে ন্যুনতম পাঁচ হাজার টাকা নগদ প্রদানের আহবান জানান। তিনি একই সাথে প্রতিমাসে এই পরিবারসমূহকে মহার্ঘ ভাতা হিসাবে ন্যুনতম দুই হাজার করে টাকা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। 

তিনি রিকশা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি বন্ধ করে পরিবেশবান্ধব রিকশা আধুনিকায়নের আহবান জানান।একইসাথে তিনি রিকশা শ্রমিকদের উপযুক্ত বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, প্রয়োজনীয় রিকশা গ্যারেজের ব্যবস্থা করার দাবি জানান। 

আজ বিকালে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত আহবান জানান। 

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। 

রিকশা শ্রমিক সংহতির আহবায়ক কবি জামাল সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আকবর খান,আবুল কালাম, মোহাম্মদ আহসান বেলাল, সোহেল রানা,রেজাউল ইসলাম, ইতি আকতার, রিপন মিয়া,ফরহাদুজ্জামান, আল আমিন, আনিসুল ইসলাম, রেজাউল করিম রেজা,শিমুল  হোসেন, মোহাম্মদ হৃদয়,মোহাম্মদ রাজু প্রমুখ। 

প্রতিনিধি সভায় আগামী  ১৭ মে ২০২৪ সংগঠনের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। - প্রেস বিজ্ঞপ্তি