News update
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বিএনপি থেকে বহিষ্কার হলেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-05-16, 4:00pm

238ba703193e7c159e6054ef231e6086533f4391a7cd3660-fb58132a5f40adbfd16264c01972db221715853629.jpg




দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২৯ মে অনুষ্ঠেয় ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় ৫১ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৯ জন।

বুধবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির যে সব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

রংপুর বিভাগ থেকে বহিষ্কৃতরা হলেন-দিনাজপুর জেলার খানাসামা উপজেলা বিএনপির সদস্য এ টি এম সুজাউদ্দীন লুহিন শাহ ও মসহুদ চৌধুরী, চিরিরবন্দর উপজেলা বিএনপির সদস্য মো. মোকাররম হোসেন, রংপুর জেলা বিএনপির সদস্য মো. মোকাররম হোসেন সুজন, গঙ্গাচরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রামানিক লিপ্টন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম জাদু, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন সিকদার, নাগেশ্বরী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, নারী দলের সভাপতি আমেনা খাতুন, সাধারণ সম্পাদক ফেরদৌসি বেগম, কুড়িগ্রাম জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সুকুমার রায়, গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. সাইদুর রহমান মুন্সি।

রাজশাহী বিভাগের বহিষ্কৃতরা হলেন-একরামুল বারী রঞ্জু, রোকসানা আক্তার, হুমায়ুন কবির এবং মাহফুজা বেগম।

খুলনা বিভাগের বহিষ্কৃতরা হলেন-শেখ আব্দুর রশিদ, মো. মনিবুর রহমান, গাজী আব্দুল হাকিম এবং শেখ শাহিনুর রহমান।

বরিশাল বিভাগের বহিষ্কৃতরা হলেন- আশরাফ আলী হাওলাদার, হাসিনা হাবিব, মো. মিজানুর রহমান, মাঈনুল ইসলাম রুবেল ও তরিকুল ইসলাম।

ঢাকা বিভাগে বহিষ্কৃতরা হলেন- উষ্ণা আক্তার, মোস্তফা গোলাম, মো. মুক্তার হোসেন এবং রাসেল মুন্সি।

ময়মনসিংহ বিভাগের বহিষ্কৃতরা হলেন- মাজহারুল ইসলাম, আনোয়ার হোসেন বাদশা, কবির হোসেন, শেফালী হামিদ, মাসুদ মিয়া, শেখ বদরুল ইসলাম, এম এ সোহাগ, মোস্তাফিজুর রহমান রনি ও মনোয়ারা বেগম।

সিলেট বিভাগের বহিষ্কৃতরা হলেন- ইজাজুল হক রনি, আরিফুল ইসলাম জুয়েল, সেবু আক্তার মনি, মহিবুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান, আফজাল আলী রুস্তম এবং চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন। 

কুমিল্লা থেকে বহিষ্কৃতরা হলেন-সেলিম পারভেজ, জহিরুল হক সরকার মিঠুন, মো. অপু গোলাম কিবরিয়া, আকরামুল ইসলাম এবং তাহমিনা হক পপি। চট্টগ্রাম বিভাগের বহিষ্কৃত বিএনপি নেতা হলেন- তাহেরা আক্তার মিলি।

এর আগে শনিবার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ৬১ নেতাকে বহিষ্কার করল বিএনপি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার হওয়া ৬১ জনের মধ্যে চেয়ারম্যান পদে ২৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন লড়ছেন। তথ্য সূত্র সময় সংবাদ।