News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আইএবির শোক

রাজনীতি 2024-05-20, 10:38pm

charmonai-pir-saheb-mufti-syed-muhammad-rezaul-karim-3d19ef7a831d0b687fc7e7b06375f0781716223130.jpg

Charmonai Pir Saheb, Mufti Syed Muhammad Rezaul Karim.



হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান অন্যান্য সঙ্গীসহ নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ সোমবার এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, রোববার (১৯ মে) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী আলে-হাশেমসহ জ্যেষ্ঠ্য কর্মকর্তারা এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটা নিছক হেলিকপ্টার দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোন নাশকতা; তা খতিয়ে দেখা প্রয়োজন। এমন আকস্মিক বিপর্যয় যে কোন দেশ ও দেশের জনগণের জন্য একটি বড় দুঃখজনক ট্রাজেডি।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। সেইসাথে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ও তার সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। তাদের এই মৃত্যুতে শুধু ইরান নয়, সমগ্র মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

পীর সাহেব চরমোনাই বলেন, আমি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের  মাগফিরাত কামনা করছি। সাথে সাথে নিহতদের শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন এবং ইরান সরকার ও ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’- প্রেস বিজ্ঞপ্তি