News update
  • 4 death row convicts arrested hour after fleeing Bogura jail     |     
  • Commuters suffer as heavy rain inundates Dhaka roads      |     
  • Bangladeshi killed in BSF firing at Lalmonirhat border     |     
  • Female physician sets herself on fire, dies in Mymensingh     |     
  • Endangered dolphin found dead in Halda River     |     

এবারও ফিরোজার বাসায় কাটবে খালেদা জিয়ার ঈদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-06-17, 7:13am

ewtwrrwey-8397434d4b9d2cc74f9e14f59e2096011718586924.jpg

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি



এবারও ঘরবন্দি হয়ে রাজধানীর গুলশানের ফিরোজার বাসায় কাটবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ। এ নিয়ে কারাবন্দি ও ঘরবন্দি হয়ে ১৪টি ঈদ পালন করছেন বিএনপি নেত্রী।

ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রীয়ভাবে তিনি পালন করতেন ঈদ। সরকারি কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন বাহিনীর সদস্য, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন তিনি। বিরোধী দলে থাকা অবস্থায় পরিসর ছোট হয়ে এলেও সবার সাথেই আনন্দ ভাগ করে নিতেন বেগম খালেদা জিয়া।

তবে ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর ঈদের আনুষ্ঠানিক আয়োজনে যুক্ত হতে পারেননি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুই সন্তানের মধ্যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর, দেশে অনেকটা একাই থাকছেন বেগম জিয়া। বড় ছেলে তারেক রহমানও সপরিবারে আছেন লন্ডনে। নানা রোগে আক্রান্ত বিএনপি নেত্রীর এমন অবস্থায় ভাই ও তার বোন এবং তাদের সন্তানদের নিয়েই সময় কাটে তার।

প্রতিবছরের মতই পশু কোরবানি দেবেন বেগম খালেদা জিয়া। এবার দুটি গরু ও দুটি ছাগল কোরবানি দিচ্ছেন তিনি। পশু জবাইয়ের পর মাংসগুলো আত্মীয়-স্বজন ও ফিরোজায় থাকা তার কর্মচারিদের মাঝে বণ্টনের পর এতিমখানায় দান করবেন বিএনপি নেত্রী।

বরাবরের মতই ঈদের দিন সকালে উঠে বাসায় থাকা সবার সাথেই শুভেচ্ছা বিনিময় করবেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য থাকা বড় ছেলে ও তার পরিবারের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে ঈদ আনন্দ ভাগও করে নেবেন বিএনপি নেত্রী। কোরবানির পর ছোটভাই ও তার পরিবারের সাথে ফিরোজায় আনন্দঘন পরিবেশে সময় কাটাবেন তিনি। যদিও তার খাবার বিষয়ে কিছু নির্দেশনা থাকায় নির্দিষ্ট কয়েকটি পদ খেতে পারেন তিনি।

সন্ধ্যার পর তার সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাতে অবস্থান করায় স্থায়ী কমিটির সদস্যরা নেত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

অসুস্থ বেগম জিয়ার পাশে তার নিরাপত্তায় নিয়োজিত আছেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স-সিএসএফ এর ৭জন সদস্য, গাড়িচালক ও চারজন কর্মচারী। এছাড়াও তার সার্বক্ষণিক দেখভালের জন্য একজন নার্স ও বাকি দুইজন ফাতেমা এবং রুপা তার সঙ্গে থাকেন। একই সাথে তার ব্যক্তিগত চিকিৎসক ও একজন বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক যোগাযোগ রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে।  সময় সংবাদ