News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

পুলিশ এসোসিয়েশনের বিবৃতি সংবিধান পরিপন্থি : রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-06-25, 6:33am

rijbhii_0-1-5fab01af70cde4a6ec401ec1f6d42cd91719275637.jpg




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ এসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তা সংবিধান পরিপন্থি। একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হওয়া মানে গোটা ডিপার্টমেন্টের বিরুদ্ধে সংবাদ প্রকাশ নয়। বিবৃতি দেওয়ায় প্রমাণিত হয়েছে আরও অনেক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত। তাদের দুর্নীতির খবর চাপা দিতে এ বিবৃতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে স্কাউট ভবনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।  

এ সময় রিজভী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজীর ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এর দুর্নীতির কাহিনী বেরিয়ে আসছে। তাদেরসহ আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির কেচ্ছা কাহিনী সবার সামনে বেরিয়ে আসছে। দেশের জন্য লাখ লাখ গণতন্ত্রকামী মানুষ জীবন দিয়েছেন নির্যাতিত হয়েছেন বেনজীরদের জন্য, আসাদুজ্জামানদের জন্য, আওয়ামী লীগের এমপিদের জন্য। আওয়ামী লীগের ছেলেমেয়েদের কারও কারও বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের খবর পাওয়া যায়। এখন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ব্যক্তিরা শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য যা খুশি যাই করছে।

রুহুল কবির রিজভী বলেন, এক রাজস্ব কর্মকর্তার ছেলে ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনছে। সে এক মন্ত্রীর পিএস ছিলেন। যত গুরুত্বপূর্ণ পদ দরকার তিনি পেয়েছেন এবং তিনি সেগুলো ব্যবহার করছেন। তার স্ত্রীর নামে বিশাল ডুপ্লেক্স বাড়ি এক জেলায়। আরেক জেলায় আরেক স্ত্রীর নামে অনেক সম্পত্তি করেছেন। কার নামে কত সম্পত্তি রাখবেন এই লোক তারা খুঁজে পাচ্ছেন না। এসব করার পরে আর কোথায় রাখবে সেগুলো এখন বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। এই যে আজকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতির কাহিনী ভয়াবহ আরব্য উপন্যাসের মতো বেরিয়ে আসছে।

যেখানে সাধারণ মানুষ জীবন চালাতে হিমশিম খাচ্ছে সেখানে দুর্নীতিবাজদের ছেলেমেয়েরা রাজকীয় জীবনযাপন করছে।

শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতায় টিকে রাখার জন্য বেনজীর, আসাদুজ্জামানরা বিরোধী দলের নেতাকর্মীদের গুম করেছে। রাতের অন্ধকারে এরা নির্বাচন করে দিয়েছে। তার প্রতিদান হিসেবে এখন জমি দখল করে, গরিব মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে টাকার পাহাড় গড়ছেন। এতে শেখ হাসিনা খুশি কারণ তারা তাকে ক্ষমতার টিকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তারা  আত্মস্বীকৃত অপকর্ম করেছে।

তারা গণতান্ত্রিক আন্দোলনের সময় বলেছেন, সরকারের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে আমরা তা কঠোর হস্তে দমন করবো। আন্দোলনকামী রাজনৈতিক দলের নেতাকর্মীকে রক্ত রক্ত অবস্থায় দমন করেছে তার পরিবর্তে তারা যা খুশি তারা তাই করছে। এগুলো গণমাধ্যমে এখন বেরিয়ে আসছে। সুতরাং সরকারের দায়িত্ব গণমাধ্যমকে থামানো। সরকার পক্ষ থেকে থামানো তাই পুলিশ স্টেটমেন্ট দিয়েছে। কারো দুর্নীতির অভিযোগ আসলে আইনের মাধ্যমে বিচার হবে কিন্তু পুলিশ প্রতিবাদ করছে কেন। পুলিশ সদস্যরা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করছে বলেই তারা আজ প্রতিবাদ করছে। যা সংবিধান বিরোধী। আইনশৃঙ্খলা বাহিনী এভাবে স্টেটমেন্ট দিতে পারে না।

অধ্যক্ষ সেলিম ভুইঁয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষকনেতা জাকির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সদস্য ওমর ফারুক শাফিন, সালাউদ্দিন শিশির, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বিএনপি নেতা বেলাল উদ্দিন সরকার তুহিন, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। এনটিভি নিউজ।