News update
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     
  • 29 arrested under Operation Devil Hunt Phase-2: DMP     |     

মার্চ টু ঢাকা কর্মসূচিতে ইসলামী আন্দোলনের ১জন নিহত, শতাধিক গুলিবিদ্ধ

সকলের প্রতি পীর সাহেব চরমোনাইর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন

রাজনীতি 2024-08-06, 1:04am

charmonai-pir-saheb-mufti-syed-muhammad-rezaul-karim-3d19ef7a831d0b687fc7e7b06375f0781722884663.jpg

Charmonai Pir Saheb, Mufti Syed Muhammad Rezaul Karim.



খুনি হাসিনার ভয়াবহ পতনে শোকরিয়া সমাবেশ কাল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই জাতির এই অবিস্বরণীয় বিজয়ে মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জানিয়ে বলেছেন, জাতির এই গৌরবময় বিজয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পীর সাহেব চরমোনাই বলেন, জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধকতার সূফল আবারো প্রমাণ করেছে দেশপ্রেমিক ঈমানদার জনতা। ছাত্র, শিক্ষক, পেশাজিবী ও সর্বস্তরের মানুষ যেভাবে আন্দোলনে শামিল হয়েছেন তা বিশ্ব ইতিহাসে এক স্বর্ণালী ঐতিহ্য হয়ে থাকবে।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈরশাসকের কবল থেকে জনগণ মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন সময় দেশ গড়ার। নতুন বাংলাদেশ র্নিমাণের। এখন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্য, সামাজিক মর্যাদা, ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের সংগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি।

মুফতী রেজাউল করীম বলেন, এই রাষ্ট্র আমাদের। দেশের প্রতিটি সম্পদ আমার আপনার টাকায় গড়া। দেশের ১৮ কোটি মানুষ মিলেই আমরা একটি জাতি। রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে ভাবে সবাইকে নিয়ে উম্মাহ গড়ে তুলেছিলেন আমরাও সেভাবে উম্মাহ গড়ে তুলবো ইনশা-আল্লাহ। সেজন্য দেশের কোন সম্পদ যেন নষ্ট না হয় সেদিকে সর্তক দৃষ্টি রাখুন। সংখ্যালঘু ভাইবোনদের নিরাপত্তা যেন ক্ষুন্ন না হয় সে বিষয়ে সজাগ থাকুন।

মার্চ টু ঢাকা কর্মসূচিতে ইসলামী আন্দোলনের ১জন নিহত ও শতাধিক কর্মী গুলিবিদ্ধ

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসুচি মার্চ টু ঢাকায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, ৫০ এর অধিক গুলিবিদ্ধ এবং এবং মো. কবির হোসেন (২২) নামে একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। যাত্রাবাড়ী থানা ইসলামী যুব আন্দোলনের আশরাফুল ইসলাম (১৮), ইসলামী শ্রমিক আন্দোলন কামরাঙ্গীরচর থানা সেক্রেটারী মো. সেলিম গুলিবিদ্ধ হয়ে ঢামেকে ভর্তি রয়েছেন।  হাজারীবাগ থানা কমী খুরশিদ আলম (৪২), খিলগাঁও থানার জাহিদুল ইসলাম (৪৫) মুগদা মেডিকেলে ভর্তি রয়েছেন। শাহবাগ থানায় ৩জন, কুতুবখালীতে ১জন, ঢাকার নূরবাগ এলাকায় আওয়ামী সন্ত্রীদের হামলায় ৩জন মাদরাসা ছাত্র আহত, নারায়ণগঞ্জ জেলার ৭জন কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন এর মধ্যে জাকির (২৫) ও রোমান (২৬) এর অবস্থা আশঙ্কাজনক। বরিশালে ১৭ জন কর্মী আহত হয়েছেন পুলিশের ছোররা গুলিতে। এছাড়াও আরো অর্ধশত কর্মী ছোটখাটো আহত হয়েছেন। উল্লেখ্য যে, এর আগে গত ১৮ ও ১৯ জুলাইর বৈষ্যবিরোধী আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী মুগ্ধ, নাইমুল ইসলাম সহ ৬জন নিহত হন।

ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল দলীয় কার্যালয় থেকে পল্টন মোড়, প্রেসক্লাব হয়ে শাহবাগ ঘুরে পুনরায় পল্টন মোড় অবস্থান গ্রহণ করে। এ সময় ছাত্র-জনতার উপচেপড়া জনস্রোত শাহবাগের ছুটে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাহবুবুর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন। মহাসচিব বলেন, দেশ দ্বিতীয়বারের মত বিজয় অর্জন করলো আজ। এ বিজয় ছাত্র-জনতার। এ বিজয় দেশপ্রেমিক জনতার। এখন সকলে মিলে দেশকে মেরামত করে বিশ্বে মাথা উচূঁ করে দাড়াতে হবে।

সেনাপ্রধানের সাথে বৈঠকে অংশ গ্রহণ: এদিকে খুনি হাসিনার পতনের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করেন। ইসলামী আন্দোলনের প্রতিনিধি হিসেবে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এতে অংশ নেন। সেনাপ্রধানের সাথে বৈঠকের পর মহামান্য রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানসহ রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।

শোকরিয়া সমাবেশ কাল: আগামিকাল ০৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, বিকাল ৩ টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে খুনি হাসিনার ভয়াবহ পতনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শোকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এতে উপস্থিত থাকবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনছ আহমাদ। - প্রেস বিজ্ঞপ্তি