News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

হাসিনা-ইনু-মেননের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-08-19, 11:31pm

rretertert-267a7df3c06fb4aeffee2afac7b90a191724088682.jpg




রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ২৮ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। একই সঙ্গে দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে।

সোমবার (১৯ আগস্ট) ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এ অভিযোগ করা হয়।

আলভীর পরিবারের পক্ষে এ অভিযোগ করেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন। এতে বলা হয়েছে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে সারা বাংলাদেশে নিহত এবং এ সময়ে আহত হয়ে পরবর্তীতে নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছেন।

১ থেকে ২৭ নং আসামীদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাদের হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করার অপরাধ করেছে।

মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নাম উল্লেখপূর্বক আরও ৫০০ অজ্ঞাতনামা লোকের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে। আরটিভি