News update
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     

অসহযোগিতা নীতিতে একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে চায় -এড. মহসীন রশিদ

রাজনীতি 2024-08-19, 11:55pm

adv-mohsen-rashid-acting-president-bml-ff8a2e0e9989321d2fe2a205e65f0cd11724090138.jpg

Adv Mohsen Rashid Acting President BML



দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে একটি অশুভ মহল অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এনিয়ে জনগণ সংশয় ও অনিশ্চয়তায় ভুগছে। আজ (১৯ আগস্ট) বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মহসীন রশিদ ও মহাসচিব কাজী আবুল খায়ের এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন। নেতৃদ্বয় বলেন, বহু প্রাণহানি ও হতাহতের পর ছাত্র-জনতার একটি সফল গণঅভ্যুত্থানের পর দেশে এখন একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। ড. মুহাম্মদ ইউনূসের মত আন্তর্জাতিক পর্যায়ের সম্মানিত মানুষ সরকারের দায়িত্ব নেয়ার পর জনমনে যতটুকু স্বস্তি ও স্থিরতা আসার কথা তার অনুপস্থিতি দেশের রাজনৈতিক সচেতন শ্রেণীকে রীতিমত ভাবিয়ে তুলেছে।

Adv Abul Khair, Secretary General, Bangladesh Muslim League.

ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ওতপ্রোত ভাবে জড়িত থাকার বিরল রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মুসলিম লীগ, জনগণের মধ্যে শঙ্কা, সংশয় ও অনিশ্চয়তা অনুভব করছে। পদে পদে প্রতি বিপ্লবের আশঙ্কা, জনরোষের ভয়ে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার রাষ্ট্র ভারতের আগ্রাসী মনোভাবের দৃশ্যমান কোন পরিবর্তন পরিলক্ষিত না হওয়া এই সংশয় ও অনিশ্চয়তার প্রধান উৎস ক্ষেত্র। তার সাথে যুক্ত হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে পুলিশ বাহিনীর তৎপরতায় ঢিলেঢালা ভাব, সর্বক্ষেত্রে দলীয় করন করে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া বিপর্যস্ত প্রশাসন -ঢেলে সাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের গলদঘর্ম অবস্থা, আনসার-গ্রাম পুলিশের মত বিভিন্ন প্রতিষ্ঠানের দাবী দাওয়া নিয়ে এরকম অস্থিতিশীল সময়ে রাজপথে নেমে আসা ইত্যাদি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অদৃশ্য কোন অশুভ শক্তি ধীরে চলো নীতি ও অসহযোগিতার মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে নতুন সরকারকে বেকায়দায় ফেলতে চায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আশ্বস্ত করতে চাই, জনগণ আপনাদের পাশে আছে। অবিলম্বে দেশ গড়ার কাজে, বেকার গ্রাজুয়েট ও অবসরপ্রাপ্ত সরকারী-বেসরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সরকারী তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী হিসাবে অংশগ্রহণের আহ্বান জানান। সংক্ষিপ্ত প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে নিলেই নিবেদিত প্রাণ, অনুগত ও দেশপ্রেমে হৃদয় পূর্ণ একটি বিশাল স্বেচ্ছাসেবী বাহিনী কলম-ঘাম-মেধা এমনকি প্রয়োজনে বুকের রক্ত দিয়ে দেশকে নতুন করে ঢেলে সাজাতে নির্দেশনার অপেক্ষায় প্রস্তুত আছে। পাশাপাশি দেশের এই ক্রান্তি লগ্নে শারীরিক-মানসিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ আমলা, শিক্ষক, সামরিক-বেসামরিক কর্মকর্তাদের ব্যাপক ভাবে স্বল্প সময়ের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ রাষ্ট্র কাঠামো সংস্কারে গতি ও স্থবির প্রশাসনে ব্যাপক কর্মচাঞ্চল্য নিয়ে আসবে বলে আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি। - প্রেস বিজ্ঞপ্তি