News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

কলাপাড়ায় ইসলামী আন্দোলন সভাপতি'র বক্তব্যের প্রতিবাদ বিএনপি'র

রাজনীতি 2024-10-03, 11:38pm

local-bnp-leaders-held-a-press-conference-at-the-kalapara-press-club-on-thursday-03-october-2024-15b50a4468374a6b0e4689e230b135121727977089.jpg

Local BNP leaders held a press conference at the Kalapara Press Club on Thursday 03 October 2024.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় বিএনপি'র নেতা-কর্মীদের বিরুদ্ধে গত ক'দিনে ১৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র উপজেলা সভাপতি মুফতি মো. হাবিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি'র সভাপতি গাজী ফারুক ও সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, 'গত ২৯ সেপ্টেম্বর প্রেসক্লাব সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গনসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, বাস স্ট্যান্ড, মোটরসাইকেলের স্ট্যান্ড ও পায়রা বন্দরসহ বিভিন্ন সেক্টর থেকে ১৪ কোটি টাকা চাঁদাবাদি করেছে বিএনপি। এবং বিএনপি'র কথায় থানার ওসি সহ উপজেলা প্রশাসন ওঠে, বসে। মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। ভবিষ্যতে এমনটা হলে  

থানা ঘেরাউ করা হবে এবং গলা ধাক্কা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের বের করে দেয়া হবে। তাঁর এ বক্তব্য সম্পূর্ন মনগড়া, ভিত্তিহীন ও কাল্পনিক। তাই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি বিএনপি।'

তিনি বলেন, 'বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য সহ আগামী ৭ দিনের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে দেশ ও জাতির কাছে তুলে ধরতে হবে। তাতে ব্যর্থ হলে মুফতি হাবিবুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। '

এসময় হাবিবুর রহমানের সমালোচনা করে হাজী হুমায়ুন সিকদার আরও বলেন, ' তিনি বিভিন্ন নিরীহ লোকজনের কাছ থেকে চেক জমা দিয়ে নগদ অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে এবং তার প্রমান স্বরুপ তিনি সাংবাদিকের সামনে হাবিবুর রহমানের একটি চেক উপস্থাপন করেন।'

এ বিষয়ে জানতে বাংলাদেশ ইসলামী আন্দোলন কলাপাড়া শাখার সভাপতি মুফতি মো. হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কোন ফালতু কথা বলিনা। আমরা প্রমান সহ উপস্থিত হবো। - গোফরান পলাশ