News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

অনৈক্যের কারণে ফ্যাসিবাদ যেনো ফিরে আসতে না পারে - আহমদ আবদুল কাদের

রাজনীতি 2024-10-07, 10:31pm

dr-cd2c522d6b2095d97d67623ef34970ee1728318719.jpeg

Dr. Ahmed Abdul Kader, Secretary General Khalefat Majlis speaking at a roundtable organised by the Islami Jubo Majlis at Jatiya Press Club auditorium on Monday.



ঢাকা, ৭ অক্টোবর ২০২৪: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদ যেনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাত্ত্বিক কথার পরিবর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুবা সরকারের প্রতি জনগণ ক্ষুব্ধ হয়ে উঠবে। জনগণ যদি বিক্ষুব্ধ হয় তাহলে এর ফলাফল ভালো হয় না। ইসলামী যুব মজলিস আয়োজিত "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের ভূমিকা" শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের উপরোক্ত কথাগুলো বলেন। 

আজ বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মো: আকবর হোসেন,  ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসাইন, উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকার, সাধারণ সম্পাদক মুফতী আজিজুল হক, জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুরের পরিচালক কাজী আরিফুর রহমান প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি