News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই -পীর সাহেব চরমোনাই

রাজনীতি 2024-10-26, 10:01pm

pir-saheb-of-charmonai-mufti-syed-muhammad-rezaul-karim-cec8cc48b721b9a81c830a7c425cb6041729958479.jpg

Pir Saheb of Charmonai, Mufti Syed Muhammad Rezaul Karim.



ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আজ শনিবার দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা নেছার উদ্দিন, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ্ব আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, অধ্যাপক ডা. নাসির উদ্দিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা মকবুল হোসাইন, ড. বেলাল নূর আজিজী, অধ্যাপক ডা. নাসির উদ্দিন, জিএম রুহুল আমিন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা খলিলুর রহমান, অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, আব্দুল আউয়াল মজুমদার, আল মোহাম্মদ ইকবাল।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশপ্রেমিক ঈমানদার জনশক্তি তৈরি জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি দেশের সর্বস্তরের নেতাকর্মীকে সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, দেশে বিদেশে এখনও দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। কেউ কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসনের  অপচেষ্টা করছে। তাই দলমত দলমত জাতি-ধর্ম নির্বিশেষে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

সভায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, সাধারণ মানুষ নিত্যপণ্যের দাম তাদরে নাগালের মধ্যে চায়। এজন্য ফ্যাসিবাদের সিন্ডিকেট কঠোরহস্তে ভেঙ্গে দিয়ে তা নিয়ন্ত্রণ করতে হবে। যানজট নিরসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে আরো কঠোর হওয়ার ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেয়া। - প্রেস বিজ্ঞপ্তি