News update
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     

'রাজনীতি কোন উত্তরাধিকার সূত্রের সাম্রাজ্য নয় যে, রাজার ছেলে রাজা হবে'-ভিপি নূর

রাজনীতি 2024-11-01, 12:23am

vp-nur-od-gono-odhikar-parishad-speaking-at-a-rally-in-kalapara-on-thursday-c9ad9027cb4b5f60d719cc148b6ba4bb1730399025.jpg

VP Nur of Gono Odhikar Parishad speaking at a rally in Kalapara on Thursday



পটুয়াখালী: গন অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, 'রাজনীতি কোন উত্তরাধিকার সূত্রের সাম্রাজ্য নয় যে  রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নতুন ধারায় চলবে। কিন্তু এই নতুন বাংলাদেশ বিনির্মান করার জন্য প্রয়োজন নতুন রাজনীতি, প্রয়োজন নতুন নেতৃত্ব'। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গনঅধিকার পরিষদ কলাপাড়া শাখার আয়োজনে প্রেসক্লাব সংলগ্ন মাঠে এক গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর এসব কথা বলেন।

এসময় নূর আরও বলেন, 'ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গন অধিকার পরিষদের জন্ম হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। গন অধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করবে।'

তিনি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছর প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত সহ সব কিছু দলীয় করন করে দলীয় নেতাকর্মীদের সুবিধা দিয়েছে। দেশের নাগরিকরা সেইভাবে কোন সুযোগ সুবিধা পায় নাই। গন অধিকার পরিষদ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে।'

পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদে'র সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ রিদয় ও  যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। 

এসময় ছাত্র অধিকার ও যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। - গোফরান পলাশ