News update
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     
  • Bangladesh bounce back to level series as Tanvir bags five     |     
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     

এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার'- এবিএম মোশাররফ হোসেন

রাজনীতি 2024-11-09, 12:53am

abm-mosharraf-hossain-training-affairs-secretary-of-bnp-addressing-a-rally-at-chakmaia-union-of-kalapara-upazila-on-friday-fbe7f47afc0eedee9f534dc525d866cc1731091986.jpg

ABM Mosharraf Hossain, TRaining Affairs secretary of BNP addressing a rally at Chakmaia Union of Kalapara Upazila on Friday.



পটুয়াখালী: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৬টি বছর বিএনপিসহ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল তারা। মানুষের বাক স্বাধীনতা ছিল না। এখন মানুষ আবার স্বাধীনভাবে কথা বলা শুরু করেছে। কিন্তু নতুন করে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ শুক্রবার বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নে নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে এক জনসভায় তিনি এ সব কথা বলেন। এসময় আগামি সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ থেকে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।

চাকামইয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি জসিম উদ্দিন মানিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবনেতা মোঃ মজিবর রহমান। - গোফরান পলাশ