News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও থেমে নেই : রিজভী

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-11-24, 11:41pm

rijbhii-39cbea81f873be1a4cc13bf0c77c976f1732470095.jpg




নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বী একজনের বাড়িতে গত বুধবার হামলা চালায় দুর্বৃত্তরা। সেই পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ও হামলাকারীদের বিচার সুনিশ্চিত করতে আজ রোববার (২৪ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত এই সনাতন পরিবারের সাথে সাক্ষাত শেষে আজ রিজভী জানান, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও থেমে নেই। দেশে অরাজকতা তৈরির জন্য তারা সর্বদা সরব। এখনও ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছেন। আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরকে আহ্বান জানিয়েছি, দুর্বৃত্তদের দ্রুততর সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার জন্য। সনাতন ধর্মাবলম্বীরাও আমাদের পরিবারের ন্যায়। তাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।’

নির্বাচন কমিশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘অতীতে চতুষ্পদ প্রাণীদের দেখা গিয়েছিল ভোটকেন্দ্রে। সেই ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা।’

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপিরসহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মাহবুবুল ইসলাম-সহ নাটোর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এনটিভি নিউজ