News update
  • No diplomatic tie with Israel without Palestinian state: KSA     |     
  • Over 300 Secret Lockers Found at Bangladesh Bank     |     
  • Overseas Migration of Bangladeshi Nationals Dropped in 2024     |     
  • US funding pause leaves millions in jeopardy, say UN experts     |     
  • Potential New Battle: UN vs US over Greenland, Panama Canal     |     

বাংলাদেশ নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-11-30, 12:33am

img_20241130_003121-c39c3e1d0fbb801be5f019e8d0acf5631732905222.jpg




জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ নিয়ে এখন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। ফলে আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সি-শেল রিসোর্টে এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই। ভোগে নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মন সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।’

সাবেক ছাত্র নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বিন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারণ করতে হবে। কোনোভাবে যেন তা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।’

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক বিল্লাহ প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন। আরটিভি নিউজ।