বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর নির্বাচন সহজ হবে না। তাই নেতাকর্মীদের এমন আচরণ করতে হবে যেন, জনগণই বিএনপিকে ক্ষমতায় নিয়ে যায়।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন সম্প্রীতি’ বিষয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা এবং কঠিন। এমন নির্বাচন দেশের ইতিহাসে আগে কখনো হয়নি বলে জানান তিনি।
এসময় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ারও আহ্বান জানান তারেক রহমান। আরটিভি।