Advocate Mohsin Rashid, Acting President and Advocate Kazi Abul Khair, Secretary General of Bangladesh Muslim League.
খ্যাতিমান কবি, সাংবাদিক, অনুবাদক ও গবেষক এরশাদ মজুমদারের ইন্তেকালে বাংলাদেশ মুসলিম লীগের অস্থায়ী সভাপতি এড. মো. মহসীন রশিদ ও মহাসচিব কাজী আবুল খায়ের গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, এদেশের অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ জনাব এরশাদ মজুমদারের মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগ শোকাহত। তার কলম কখনও আপোষ করেনি, বিশেষ করে বিদেশী আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার।
জনাব এরশাদ মজুমদারের মত একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সাংবাদিকের মৃত্যু দেশের সাংবাদিকতা ও বুদ্ধিজীবী জগতে যে শূন্যতার সৃষ্টি করেছে তা অপূরণীয়। আল্লাহ তাকে বেহেশতের সর্বোত্তম স্থানে অধিষ্ঠিত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিক। আমিন। - প্রেস বিজ্ঞপ্তি