News update
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     
  • Flood-hit Kurigram char residents see little hope in politics, elections     |     
  • Air quality of Dhaka continues to be ‘unhealthy’ Friday morning     |     
  • BNP pledges to implement signed July Charter     |     

পঞ্চদশ সংশোধনী রায় জনগণের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

রাজনীতি 2024-12-17, 11:20pm

islami-andolan-logo2-86ac35f55094302a0cc9afe648af94991734456053.png

Islami Andolan logo



পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, এ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবেতত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেয়ার পাশাপাশি আমাদের জাতি সত্বার রক্ষা কবচ সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিলে দেশের মানুষ আরো বেশি উতফুল্ল হতো এবং জাতীয় সংহতি আরো মজবুত হতো।

তিনি বলেন, শুধু তত্বাবধায়ক সরকার নয় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনে আওয়ামী আমলের সকল সংশোধনী বাতিল করা জনগণের প্রাণের দাবি।

আজ ১৭ ডিসেম্বর, মঙ্গলবার, বিকেলে, পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম ও সহকারী মহাসচিবদের সাথে আলোচনাকালে তিনি উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ভারতের আজ্ঞাবহ হয়ে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সংবিধানের যে অবৈধ সংশোধনী এনেছে তার সবকিছু বাতিল করতে হবে।

১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার নির্বাচনসংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে নিজেই নিশ্চিত নন। নির্বাচন তাঁরা কবে করতে চান, এ ব্যাপারে উপদেষ্টামণ্ডলী বা প্রধান উপদেষ্টা এখনো নিশ্চিত হতে পারেননি বলেই ২০২৫ সালেও হতে পারে, ২৬ সালেও হতে পারে এমন কথা বলেছেন। এতে বুঝা যায় নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে এখনো সংশয় আছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কেন সংশয় মিস্ত্রিত কথা বললেন; এটা আমাদের বোধগম্য নয়।' নির্বাচন নিয়ে পরিষ্কার বক্তব্য আসা উচিত।

তিনি বলেন, একটি ফলপ্রসূ নির্বাচন 'সকল মানুষ ও রাজনৈতিক দলের প্রত্যাশা, । গত ৫৩ বছর যেমন নির্বাচন হয়েছে, তেমন নির্বাচন আমরা চাই না; জনগণও চায় না। একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির পর ফলপ্রসূ নির্বাচন হবে- এটাই আমাদের প্রত্যাশা।' – প্রেস বিজ্ঞপ্তি