News update
  • 8 military establishments renamed, 16 more await name change     |     
  • India wins ICC Champions Trophy for the third time     |     
  • Arrest warrant against 3 cops over Rampura mass killings     |     
  • CA to Visit China, Thailand, and Japan to Strengthen Global Ties     |     
  • OIC Resolution to Address Israeli Aggression Against the Palestinian People      |     

চরমোনাই পিরের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-01-27, 7:47am

img_20250127_074658-fba482dd0d32579b8483a9177c58b81f1737942435.jpg




বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌজন্য সাক্ষাৎ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে এ সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।

ধারণা করা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোন বার্তা নিয়ে আসবে।

এর আগে গত মঙ্গলবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় গিয়ে মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন সেখানে।

আরটিভি