News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

নতুন দল গঠনে মদদ যোগানো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় - সাইফুল হক

প্রজ্ঞ্য ও দূরদর্শিতার অভাবে পরিবর্তনের সম্ভাবনা অনেকটা মাঠে মারা যাচ্ছে

রাজনীতি 2025-01-31, 10:57pm

saiful-huq-gs-biplabi-workers-party-addressing-an-extended-meeting-of-the-biplabi-juba-sanghati-at-the-samghati-auditorium-on-friday-31-jan-2025-617c94246bcfd3023761d042b9168caa1738342661.jpeg

Saiful Huq, GS, Biplabi Workers Party addressing an extended meeting of the Biplabi Juba Sanghati at the Samghati auditorium on friday 31 Jan 2025



৩১ জানুয়ারী ২০২৫ - বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, দেশকে এগিয়ে নিতে সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছেনা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,অভূতপূর্ব  গণঅভ্যুত্থানের পর  দিন বদলের স্বপ্ন ক্রমান্বয়ে ফিকে হতে শুরু করেছে।প্রজ্ঞা আর দূরদর্শিতাতার অভাবে কাংখিত পরিবর্তনের বিপুল সম্ভাবনার অনেকটাই মাঠে মারা যাচ্ছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের কার্যকারীতায়  ঘাটতি থাকায় নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সংগঠিত নানা তৎপরতা বেড়ে চলেছে,  সাংস্কৃতিক কর্মকান্ডেও বাধা লক্ষ্য করা যাচ্ছে।এসবের পিছনে কোন রাজনৈতিক মদদ রয়েছে কিনা তা বের করা দরকার। তিনি এসব অপতৎপরতায় যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান৷ 

তিনি বলেন, ছাত্র তরুণদের স্বাধীনভাবেই রাজনৈতিক দল করার সুযোগ রয়েছে। ছাত্র তরুণদের  নতুন রাজনৈতিক দল গঠনে মদদ যোগানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এটা করতে গেলে অন্তর্বর্তী সরকার যেমন সংকটে পডবে, তেমনি ছাত্রদের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাও হোচট খাবে।

তিনি বলেন,  গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে বিতর্ক ও বিভাজন এড়াতে  তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখা দরকার এবং সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে  গণতান্ত্রিক উত্তরণে  নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। বিশেষ কারও পক্ষাবলম্বনে তাদের পথ হারাবার বা বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নেই।

তিনি বলেন  ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। তরুণ  যুবাদেরকে এই সুযোগের সদব্যবহার করতে হবে। এজন্য  তিনি সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।তিনি পরিবর্তনের এই অপার সম্ভাবনা কাজে লাগাতে যুবপ্রাণ জাগিয়ে তোলার আহবান জানান। 

বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে  এই সভা অনুষ্ঠিত হয়। 

 বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন  সংগঠনের সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিলুর রহমান  রহমান ডালিম, বাবর চৌধুরী, আরিফুল ইসলাম, রাজেশ খান, সাফায়েত কামাল দিব্য, 

সাজ্জাদুল করিম আলভী, আল মামুন  সৈকত ঈমাম উদ্দিন দীপু দাস, নূরুল ইসলাম, মোহাম্মদ সুমন, সুজন শেখ প্রমুখ। উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, আবুল কালাম আজাদ, জামাল সিকদার। 

সভায় সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি