News update
  • Most nations miss deadline for plans to fight climate change     |     
  • Member States differ on response to US withdrawal from WHO     |     
  • Tension erupts at BoI Mela over Taslima Nasreen’s book     |     
  • Dr Yunus tells BNP, govt working for polls in Dec: Fakhrul     |     
  • 343 arrested on 2nd day 'Devil Hunt' by joint forces     |     

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-10, 11:43am

sdfasada-2781a03cefb54ad4588a2a0a24b8aed31739166216.jpg




নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে দেশের ৩৮ স্থানে সভা-সমাবেশ করবে বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে রমজান শুরুর আগ পর্যন্ত চলবে এসব সভা-সমাবেশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি।

এতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।