News update
  • UN HR Decries Former BD Govt’s Violations Against Protestors     |     
  • UNHRC condemns continuing Israeli military drive in West Bank     |     
  • ‘Samaloy’ mechanisation boosts paddy output in Meherpur     |     
  • Holy Shab-e-Barat observed     |     
  • Operation Devil Hunt: 509 more arrested across Bangladesh     |     

আমরা পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয়: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-15, 7:29pm

rtyertew-f128e4bb60fe64c8106fd0cbc68ec1411739626145.jpg




নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে দ্রুতই ঐকমত্যে পৌঁছাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা সংস্কারের প্রতিবেদনগুলোর তুলে ধরেছেন। সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো প্রতিবেদন নিয়ে কমিশনের সঙ্গে কথা বলে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। 

‘আজকে প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন। আশা করি দ্রুতই সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি হবে এবং দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিস্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। আর এই পথচলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে।

তিনি বলেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। দ্বিতীয় যাত্রার মধ্যদিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে।

জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে, তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন হাসিনা।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কমিশন ও সরকার সহযোগিতা দেবে। আরটিভি