জুলাই সনদের আইনিভিত্তি না নিয়ে নির্বাচন হলে, আরেকটি হাসিনার জন্ম হবে, ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৭ আগস্ট) দলটির উদ্যোগে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি প্রদান ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। জাতীয় ঐক্য তৈরি করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইনিভিত্তি না নিয়ে নির্বাচন হলে, আরেকটি হাসিনার জন্ম হবে, ফ্যাসিবাদের জন্ম হবে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদের আইনি ভিত্তির ওপর গুরুত্বরোপ করে তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা হলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসেছে, আলোচনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নির্বাচিত দলের নেতারা এসে তা বাস্তবায়ন করেননি।
নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধানের বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে আমরা দ্বিতীয়পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তা বেশিরভাগই সংবিধানের সঙ্গে জড়িত। যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তার সব বাস্তবায়ন হলে, বর্তমান সংবিধানের তেমন কোনো অস্তিত্ব থাকবে না।
এ সময় জুলাই সনদের আইনিভিত্তি, মৌলিক সংস্কারের দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে জানিয়ে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এমনকি এপ্রিলে নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই। কিন্তু ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়ন হয়নি। যে আলোচনা হয়েছে, তা নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে।
তিনি সংস্কার নিয়ে বলেন, সরকার বলেছে সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন। কিন্তু এখন সংস্কার কোথায়? এইটা কি খেলা?
পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর বিষয়ে ৭২ পারসেন্ট ভোট এসেছে। এতেই গণভোট হয়ে গেছে। পিআর’র মাধ্যমেই সরকার গঠন করতে হবে। প্রয়োজনে পিআর বিষয়ে গণভোট দেন, নির্বাচনের তারিখও গণভোটে দেন। তবে যারা মেজরিটি না মেনে ক্ষমতায় যেতে চায়, তারা স্বৈরাচার।
আগামী নির্বাচনে বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল একই মঞ্চে আসার ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘সব মেজর দল একসঙ্গে আছে, শুধু একটা দল ছাড়া’।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আহবান জানাই, ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।