News update
  • Myanmar Faces War, Disasters, Hunger, and Mass Displacement     |     
  • UN Warns Israeli Doha Strike Risks Regional Escalation     |     
  • Nepal protesters' families seek justice amid confusion     |     
  • Next polls in Feb "foundational” to set future course of BD     |     
  • Fuel oil crisis hits 5 N districts as Rangpur depots run dry     |     

বাংলাদেশ কোনও একক গোষ্ঠীর নয়: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-22, 7:42am

img_20250822_073958-95bf27643efdec8ab7433f2b71c5e3631755826922.jpg




বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনও একক ব্যক্তির, কোনও গোষ্ঠীর এবং কোনও দলের নয়। এটি আমাদের সকলের। দল বা বিশ্বাস, জাতি বা জাতি নির্বিশেষে, বিশ্বাসী বা অবিশ্বাসী নির্বিশেষে, প্রতিটি নাগরিকের একটি গর্বিত পরিচয় রয়েছে - বাংলাদেশি হওয়া। বিএনপির রাজনীতি এই সরল সত্যের উপর ভিত্তি করে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি নাগরিকের সমান অধিকার ভোগ করা উচিত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসের সঙ্গে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা বিশ্বাস করি যে কোনও নাগরিককে নিরাপত্তার জন্য দলীয় লেবেলের আড়ালে লুকিয়ে থাকতে বাধ্য করা উচিত নয়। ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় কাউকে আইনের শাসনের ঊর্ধ্বে তুলবে না। কেবল গণতন্ত্র এবং আইনের শাসনই দল, ধর্ম বা শ্রেণীর বিভাজনের বাইরে সকল নাগরিকের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেন, আমাদের সামনে জাতীয় নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রতিযোগিতার চেয়েও বেশি কিছু। এটি আজকের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, আরও সহনশীল বাংলাদেশ গড়ে তোলার একটি ঐতিহাসিক সুযোগ। দেশজুড়ে আমাদের হিন্দু ভাই-বোনদের কাছে, আমরা আপনাকে বিএনপির সাথে দাঁড়ানোর আহ্বান জানাই। এই ভবিষ্যৎ গঠনে আপনার সমর্থন এবং সক্রিয় সহযোগিতা দিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি এই মূল নীতি নিয়ে নেতৃত্ব দেবে- রাজনীতি, বিশ্বাস বা দর্শন ব্যক্তিগত হতে পারে, কিন্তু রাষ্ট্র সকলের। ধর্ম ব্যক্তিগত, কিন্তু নিরাপত্তার অধিকার প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্মগত অধিকার। আসুন একসাথে, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যা আমাদের সকলের।