News update
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     
  • Rohingya Crisis in Myanmar Seen as ‘Test for Humanity’     |     
  • Prof Yunus leaves New York for Dhaka     |     

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় কী প্রতিক্রিয়া জামায়াতের?

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-28, 7:31pm

rertwetwet-47e7bbf8c1ea8beef6e15d2aef912b461756387876.jpg




এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী-- এমন দাবি করে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি উত্তম হত। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে উঠে আসে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আলোচনা।

সেমিনারে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জানান, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ তাহের জানান, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বাড়িয়েছে। 

সেমিনারে জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের বিচার দৃশ্যমান করার দাবি তোলেন।