News update
  • 11-Year Run of Record Global Heat Continues: UN Agency     |     
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     

গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীরা জীবন দিয়েছেন, তবুও আন্দোলন থেকে সরেননি: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-09-08, 1:03pm

45645645-55b4c2cc60895169486f8bf649265a0f1757314994.jpg




দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন, কিন্তু আন্দোলন থেকে সরে যাননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা সবার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। ২৪ এর জুলাইয়ে তরুণরাসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র রক্ষায়।

তিনি আরও বলেন, বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সব ইতিবাচক পরিবর্তন এসেছে।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

গত ১৫ বছরে ঠাকুরগাঁওয়ে ১২ জন হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আজ একদিকে যেমন আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। 

এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সব ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।

সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এর আগে, ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।  আরটিভি