News update
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     
  • Dhaka ranks world’s third worst in air quality Saturday     |     
  • Sylhet residents endure mosquito invasion amid dengue surge     |     
  • Lioness brought back to Zoo cage after one hour of escape     |     
  • Resumption of US Tests May Trigger Threats from Other Nuke Powers     |     

খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও পেছাতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-06, 1:24pm

khalida_jia-89a933272e5e8b7b6f0aeb98ea384d6f1765005867.jpg




বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি আরও বিলম্ব হতে পারে। আজ শনিবার (৬ ডিসেম্বর) দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচি পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময় সূচি নির্ধারণ করা হয়েছে।

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে গতকাল শুক্রবার সকালে লন্ডন নেওয়ার কথা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে যায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা।

এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশে ঢাকা থেকে রওনা করা হতে পারে। তবে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছতে আরও দেরি হবে। সেটি ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে যেকোনো দিন উনাকে নেওয়া হবে।’

বিএনপির একজন চিকিৎসক নেতা বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়ক দিন একই জায়গায়তে আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডোমের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত, সেটাও বিবেচনায় নিতে হচ্ছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

এদিকে, চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তাঁর পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন তিনি।

হাসপাতালে পৌঁছানোর পর ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। 

গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। গত ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। সেখানে টানা এক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আমেরিকা (জনস হপকিন্স), ইউকে (লন্ডন ক্লিনিক) এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি ও চোখের সমস্যাসহ ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো নানা জটিলতায় ভুগছেন। এনটিভি।