News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-28, 11:55pm

meghna_alam-814086acf778eb2e310cf4a58ca90b841766944530.jpg




গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন।

গণঅধিকার পরিষদের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করবেন মিস বাংলাদেশ খ্যাত ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রশিক্ষক, আলোচিত মডেল মেঘনা আলম। গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।