News update
  • Show-cause notices on Sylhet DC, 4 others over mobile court     |     
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     

চিলিতে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2023-03-31, 9:37am

resize-350x230x0x0-image-217916-1680232663-5b068ec551c23468dcb6e64f020e4b791680233828.jpg




চিলিতে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। কোথা থেকে তিনি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন এবং তার সংস্পর্শে কারা এসেছেন, তা খতিয়ে দেখছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ইয়ন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণ রয়েছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।

এর আগে, গত বছরের শেষ দিকে চিলিতে বন্যপ্রাণীদের মধ্যে এইচ৫এন১ বার্ড ফ্লু সংক্রমণের খবর জানা গিয়েছিল। গত সপ্তাহে চিলির কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলের মৌলে অঞ্চলে একটি শিল্প কারখানায় বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কথা জানায়। পোলট্রি ফার্মের প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু দেখা দিলে চিলি সরকার পোলট্রি রপ্তানি বন্ধ করে দেয়। যদিও বিশ্বের শীর্ষ মুরগির রপ্তানিকারক দেশ ব্রাজিলে এর সংক্রমণ হয়নি। তবে আর্জেন্টিনায় শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তত ১৪টি লাতিন আমেরিকান দেশ হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা জানিয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।