News update
  • Reported massacre at hospital in Sudan’s El Fasher leaves 460 dead     |     
  • DSE to complete IPO process within 6 months: MD     |     
  • Prof Yunus asks for simplifying reform report for people     |     
  • Forces from inside-outside may work to thwart polls: Prof Yunus     |     
  • NCC for referendum, after July Charter order promulgation     |     

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আফ্রিকায় প্রতিকুল প্রভাব ফেলছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-03-31, 7:16am

037c0000-0aff-0242-0341-08da1c5c6fea_w408_r1_s-c37f1f3250cabf3037b4d670a60b270d1680225366.jpg




ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনীয় কৃষি ব্যাহত হওয়ার ফলে কেনিয়ার মতো আফ্রিকান দেশগুলিতে পণ্যের ঘাটতি তৈরি হচ্ছে। দেশটি আমদানি করা শস্য এবং সার ও সেচ সরঞ্জামের মতো পণ্যগুলির উপর ব্যাপকভাবে নির্ভর করে।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার জন্য, যুক্তরাষ্ট্রের সরকার কেনিয়ার কৃষি খাতের কোম্পানিগুলির সাথে শিল্পকে শক্তিশালী করতে কাজ করছে। উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বলছে, বাহ্যিক ঘটনাগুলি থেকে উদ্ভূত ধাক্কা কমাতে কৃষিতে বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেনিয়াতে এজেন্সির মিশন ডিরেক্টর ডেভিড গোসনি বলেছেন: "আরও কাজ হবে, তারা বীজ এবং অন্যান্য উৎপাদনশীল উপায়ে নতুন প্রযুক্তিকে পুঁজি করতে সক্ষম হবে এবং আমরা ইতোমধ্যে সৌর কৃষি সেচ এবং অন্যান্য বিষয়ে কথা বলেছি যা মূলত গুরুত্বপূর্ণ কারণ এবং তা আমরা এখানে তুলে ধরছি”।

কেনিয়ার সার উৎপাদক ডেভিড অয়ারব্যাক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে তার প্রতিষ্ঠান,সেনারজি, জৈব সার উৎপাদন দ্বিগুণ করবে। এই বছর কেনিয়ার কৃষকদের জন্য সার উৎপাদনের জন্য তাকে ১২ লক্ষ ডলার প্রদান করা হয়েছিল।

তিনি বলেন, ''স্থানীয়ভাবে উৎপাদন করতে পারার মূল্য অনেক। আমাদের জৈব সার কৃষকদের ফসলের ফলন ৩০ শতাংশ বাড়িয়ে দিচ্ছে। আমরা কেনিয়ার প্রায় প্রতিটি কাউন্টিতে প্রায় ১০,০০০ কৃষক এবং ১০০০ কৃষি পণ্য বিক্রেতাদের সাথে কাজ করছি এবং ইউএসএআইডির এই সহায়তা আমাদের উৎপাদন ত্বরান্বিত করতে সাহায্য করে যাতে আমরা এই সমস্ত কৃষকদের কাছে আরও দ্রুত পৌঁছাতে পারি।''

যুক্তরাষ্ট্র সোমবার নাইরোবিতে আমেরিকান চেম্বার অফ কমার্স সম্মেলনে কৃষি খাতের কোম্পানিগুলির জন্য প্রায় ৫১ লক্ষ ডলার মূল্যের অনুদান ঘোষণা করেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।