News update
  • FIFA tweaks World Cup draw to keep top teams apart until Semis     |     
  • Korail slum families lose everything to devastating fire     |     
  • Recovered gold not only Hasina’s, but also family members’, says ACC     |     
  • Dhaka breaths ‘very unhealthy’ air Wednesday morning     |     
  • Referendum Ordinance, 2025 issued     |     

গ্যোটে-ইনস্টিটিউটে আলোকচিত্র প্রদর্শনী চলছে

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-08-20, 3:20pm




শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘কেউ যেন আমাদের সহিংসতার ফল ভেবে ভুল না করে’। এম থ্রি: ‘পুরুষ, পুং, পুংলিঙ্গ’ শীর্ষক আঞ্চলিক প্রকল্পের অংশ হিসেবে যৌথভাবে আয়োজন করেছে গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ ও দৃক পিকচার লাইব্রেরি।

বর্তমান  সমাজের পুরুষতন্ত্রের ভূমিকা ও পুরুষতন্ত্রের দিকে নানাবিধ প্রশ্ন ছুড়ে দেওয়া একগুচ্ছ আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর দিলারা বেগম জলি। উপস্থিত ছিলেন গ্যোটে-ইনস্টিটিউটের পরিচালক ডক্টর কিরস্টেন হাকেনব্রোক, আলোকচিত্রী শহিদুল আলম, শিল্পী জয়দেব রোয়াজা, আলোকচিত্রী আশফিকা রহমান প্রমুখ।

‘কেউ যেন আমাদের সহিংসতার ফল ভেবে ভুল না করে’একটি ভ্রাম্যমাণ আন্তর্জাতিক প্রদর্শনী যা সমাজে তৈরি হওয়া লিঙ্গভিত্তিক সহিংসতা এবং পুরুষতান্ত্রিক আগ্রাসনের ঝুঁকিপূর্ণ রূপকে তুলে ধরেছে। সমাজে পুরুষের যে প্রত্যাশিত এবং বিচ্ছিন্ন উপস্থাপনা, প্রদর্শনীতে একে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আর উৎসাহিত করা হয়েছে পারিবারিক ও সমষ্টিগতভাবে লিঙ্গভিত্তিক সমন্বয়ে।

প্রদর্শিত কাজের মধ্যে রয়েছে আশফিকা রহমানের ‘রিডিম’, সোহিল ভাটিয়ার ‘মাই হোম (আ সেলেব্রেশন অফ ফাইভ ডেজ): আ পারফর্মেন্স অফ ফাইভ ডেজ’, রেণুকা রাজীবের ‘ফ্যামজ্যাম এক্সেরপ্ট’, সন্দীপ কুরিয়াকোসের ‘লেটারস টু মাই ফাদার’, অনুরাগ মাইনাস ভার্মার ‘ড্যালিট ম্যাসকুলিনিটি’ এবং  জাভেদ সুলতান এর ‘কিনশিপ’।

এই প্রদর্শনীকে ঘিরে অনলাইন ও অফলাইন প্যানেল আলোচনা, একটি শিশুদের কর্মশালা,  চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমগুলো মূলত বাংলাদেশের লিঙ্গ বা লিঙ্গভিত্তিক আলোচনায় পুরুষত্বের বিষয়ে বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার লক্ষ্যে আয়োজিত হচ্ছে। বিজ্ঞপ্তি।