News update
  • Light morning rain in parts of Dhaka brings some relief     |     
  • “AI tool capable of classifying brain tumors within hours”     |     
  • Dhaka’s air quality ‘moderate’ Saturday morning     |     
  • World court opens hearings on request to halt Rafah incursion     |     
  • US sanctions against RAB will stay: State Department     |     

ঢাকার রাশিয়ান হাউজে টোটাল ডিকটেশন অনুষ্ঠিত

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-04-23, 4:37pm

aaiuuiwoeuur-cec1ef9c757c577c22051801715e44be1713868873.jpg




ঢাকার  রাশিয়ান হাউজে বার্ষিক বৃহৎ আকারের সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান টোটাল ডিকটেশন ২০ এপ্রিল ২০২৪, অনুষ্ঠিত  হয়, যার লেখক ছিলেন গদ্যকার, প্রাবন্ধিক ও সম্পাদক আনা মাতভিভা।

৩০ জন অংশগ্রহণকারী শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছিল, তাদের মধ্যে ছিলেন স্কুলশিক্ষার্থী, শিক্ষার্থী ও সাংবাদিক ইত্যাদি ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা উৎসাহের সাথে ডিকটেশনের উপর মতবিনিময় করেন, বানান ও যতিচিহ্নের নিয়ম স্মরণ করেন ।