News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

যে কারণে এবার কলকাতা বইমেলায় অংশ নেয়নি বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-01-28, 4:55pm

img_20250128_165338-f902e0433a441500a768ed0408b489581738061720.jpg




আজ ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রায় অর্ধশত বছর ধরে চলা আন্তর্জাতিক এ মেলায় দীর্ঘ ২৮ বছর একটানা অংশ নিলেও এবারই প্রথম বাংলাদেশ অংশ নিচ্ছে না।

জানা গেছে, ভারতের কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত না মেলার কারেণ কলকাতা বইমেলায় বাংলাদেশের কোনো প্রকাশনা সংস্থাকে আমন্ত্রণ জানাতে পারেননি আয়োজকরা।

ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ভাষ্য, ‘যে কারণে আমরা বাংলাদেশে আমাদের স্বাভাবিক ভিসা কার্যক্রম স্থগিত রেখেছি, বলতে পারেন অনেকটা একই কারণে বাংলাদেশকে এবারের কলকাতা বইমেলায় আমন্ত্রণ পাঠানো সম্ভব হয়নি।’

এর আগে, গত ১৫ নভেম্বর ৪৮তম এ গ্রন্থ আসরের লোগো উন্মোচন করা হয়। তখনই বাংলাদেশ যে এবার মেলায় অংশগ্রহণ করছে না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চ্যাটার্জি বলেছিলেন, এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের নির্দেশ না এলে কিছু বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম সে সময় জানিয়েছিলেন, গিল্ডের পক্ষ থেকে তারা এখনও কোনো আমন্ত্রণপত্র পাইনি। আমরা অবশ্যই বইমেলায় অংশ নিতে আগ্রহী।

গত ২৮ বছর ধরে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পাওয়া বাংলাদেশ ১৯৯৯ সালে থিম কান্ট্রিও হয়েছিল।

এবারের বইমেলায় থিম দেশ হিসেবে থাকছে জার্মানি। জার্মানির ভাইস কনসাল সাইমন ক্লাইনপাস এবং গ্যেটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাস্ট্রিড ওয়েগে জানিয়েছেন, পরিবেশ সচেতনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য জার্মান প্যাভিলিয়নের মূল বিষয়বস্তু। জার্মান প্যাভিলিয়নের নকশা তৈরি করবেন স্থপতি অনুপমা কুণ্ডু। আরটিভি