News update
  • Raise alarm over successive floods and drought in Teesta Basin: IFC     |     
  • UNOPS, Takeda partner to tackle Bangladesh's medical waste crisis     |     
  • Philippine Quake Kills Up to 60 as Rescue Efforts Continue     |     
  • Rohingya Crisis in Myanmar Seen as ‘Test for Humanity’     |     
  • Prof Yunus leaves New York for Dhaka     |     

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ‘নজরুল সন্ধ্যা’ উদ্‌যাপন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-08-29, 7:57am

e9ebdfaff8bc79a921115a9f6970f1a58cd31bc513a9a5f1-eacd528d47020b2d72aad033939d3ea01756432669.jpg




কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। এ অনুষ্ঠানে কবির স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক অনুরাগীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গুলশানে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয় ‘নজরুল সন্ধ্যা’। অনুষ্ঠানে ‘বিদ্রোহী কবি’র সাহিত্য ও সংগীতের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা উপস্থিত ছিলেন। তিনি নজরুলকে ভারত-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক বলে অভিহিত করেন। তিনি বলেন,

নজরুল শুধুই বিদ্রোহের কবি নন, তিনি মানবতার এক অমর কণ্ঠস্বর, যার বার্তা আজও সমান প্রাসঙ্গিক।

অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি কবি নজরুল প্রসঙ্গে অনুষ্ঠানে আমিন্ত্রিত আইজিসিসি’র পরিচালক অ্যান মেরি জর্জ বলেন,

নজরুলের মতো ব্যক্তিত্বদের উদ্‌যাপন দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে।

সন্ধ্যার এ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন নজরুল সংগীতের দুই প্রখ্যাত শিল্পী ড. চন্দা চক্রবর্তী ও শহীদ কবির পলাশের গান পরিবেশনা। তাদের কণ্ঠে নজরুলের বিপ্লবী, প্রেম ও ভক্তিমূলক গানগুলো শ্রোতাদের আবেগে আপ্লুত করে তোলে।