News update
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

৩৫ প্রত্যাশীদের শাহবাগে সমাবেশ করার ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-01-17, 9:01am

img_20250117_082050-40049ff73fc0fd8d803bc578e19683441737082861.jpg




সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় এই সমাবশে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশীদের পক্ষে মওদুদ আহাম্মেদ মিঠু জানান, চাকরিপ্রত্যাশীরা দীর্ঘ ১৩ বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবি জানিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম, সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ৩৫ প্রত্যাশী ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করেছে। আমরা সরকারের ৩২ বছর ঘোষিত প্রহসনের গেজেট প্রত্যাখ্যান করছি।

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক ঘোষিত চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত রেখে তা অতি দ্রুত বাস্তবায়নের দাবি করে মওদুদ আহাম্মেদ মিঠু বলেন, ২০ জানুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করব। আমরা চাই না কোনো জনদুর্ভোগ তৈরি হোক। তাই সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে যেন দেখা করার সুযোগ করে দেওয়া হয়।

৩৫ প্রত্যাশীদের এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. ইউসুফ জামিল, সঞ্জয় দাস, আল-আমিন রাজু, ইমাম উদ্দীন ইমাম প্রমুখ।আরটিভি