News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ অনুমোদিত

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ জমির হোসেন

সংগঠন সংবাদ 2025-01-21, 9:38pm

dr-82b253c237636b11246257cfb1693fc71737473882.jpg

Dr. Mohammad Zamir Hossain



ঝিকুটপত্র প্রতিবেদক

সিরাজদিখানে মঙ্গলবার (২১ জানুয়ারি, ২০২৫) সকাল ১০ টায় ঝিকুট ফাউন্ডেশনের ২ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনকে ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমোদন করেন।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মধ্যে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মো. আবজল হোসেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, বাংলাদেশ আর্মির মেজর মো. সিফাতুল আলম, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আক্তার হোসেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হমায়ুন কবির সাগর, ইমপ্রেস গ্রুপের শহীদুল ইসলাম এফসিএমএ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোক্তার হোসেন ও সমাজসেবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মরতুজা আল আশরাফি।

অন্যান্য উপদেষ্টাবৃন্দ হলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক ডিএম মাহফুজুর রহমান, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (ঢাকা পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খাঁন, দৈনিক সাহসের মফস্বল সম্পাদক মোস্তাফিজ বুলবুল, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক মো. ইজাজ খান, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ, সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর কন্যা আজমা চৌধুরী, নারী উদ্যাক্তা সানজীদা হায়াত দীপা, জাহানারা আক্তার সুমী, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি শাহানা আফরোজ,  মালখানগর কলেজের প্রভাষক মোবারক হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক  সাজ্জাদ খান প্রমুখ।