News update
  • Malnutrition Claims 100 Young Lives in Gaza, Says UNRWA     |     
  • Hunger and Bombs Ravage Besieged Civilians in Sudan’s El Fasher     |     
  • Loan defaulters won’t be allowed in nat’l polls: Salehuddin     |     
  • BFIU seeks bank records of ex-BB governors, deputies     |     
  • Wealth Concentration Creates Discrimination, Injustice: CA     |     

বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশসীমা, গাড়ি থামার সময় নির্ধারণ করে দিলো বেবিচক

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-08-11, 8:56am

b98c80ce78d28e3dbc9b4d5d521ff9bd441ea2f76860a761-950fcd99970c64b0b32924b48fa7dee81754880979.jpg




রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (১০ আগস্ট) বেবিচকের নির্দেশনা অনুযায়ী, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুই জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। তবে এটি টার্মিনালের ভেতরের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এছাড়া, যাত্রী সাধারণের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আসা অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান করতে পারবে না।

একইসঙ্গে, বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে এবং অবস্থানকালে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।