News update
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে গঠিত হচ্ছে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-08-27, 7:58am

i-sportts-a42d6acfc1e9633b1e4d94407972193a1756259928.jpg




গত জুলাইয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে ই-স্পোর্টস। এরপর থেকে এই খেলাটির প্রচার ও প্রসারে কাজ করে চলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ই-স্পোর্টস খাতের অংশীজনদের সঙ্গে  মঙ্গলবার (২৬ আগস্ট) এক মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সভায় ই-স্পোর্টসের জন্য নীতিমালা প্রণয়ন, অ্যাসোসিয়েশন গঠন ও খাতটির প্রসারে সামগ্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই ধরনের ধারাবাহিক মতবিনিময় ও পরামর্শ সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিতভাবে আয়োজন করবে এবং পর্যায়ক্রমে সকল অংশীজনকে আলোচনায় সম্পৃক্ত করা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হলে এ খাতের সঙ্গে যুক্ত তরুণরা যেমন স্বীকৃতি পাবেন, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ ও সরকারি সহায়তার পথও খুলে যাবে।