ইউক্রেনীয় যোদ্ধারা গত ১শ দিন ধরে রুশ আক্রমণকে পরাস্ত করার চেষ্টা করে আসলেও তারা সম্ভবত পূর্বাঞ্চলীয় লুহান্সকে তাদের সর্বশেষ শক্ত ঘাঁটি হারাতে যাচ্ছে। তারা এও বলছে যে, রুশ বাহিনী এখনও বেসামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়ে যাচ্ছে।
লুহানস্কের গভর্নর বলছেন যে, একটি রাসায়নিক কারখানায় বিমান হামলায় নাইট্রিক অ্যাসিডের একটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন যে, কারখানাটি সামরিক লক্ষ্যবস্তু নয় এবং প্রায় ৮শ বেসামরিক নাগরিক এর কাছাকাছি একটি বোমার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেনাদের এটি অনুমান করতে শোনা যায় যে, এটি বিষাক্ত রাসায়নিক পদার্থ হতে পারে।
ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা শুক্রবার জানান যে, রাশিয়া এই অঞ্চলের দখল নেওয়ার একেবারে কাছাকাছি অবস্থায় ছিল। তাদের ভাষ্যানুযায়ী, রুশ সেনারা ইতিমধ্যে লুহানস্কের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে এবং তারা আগামী দু’সপ্তাহের কোন এক সময়ে বাকী অংশ দখল করতে পারে।
তবে মার্কিন বিশ্লেষকরা বলছেন, সেভেরোদোনেতস্ক শহরের আশেপাশে রুশরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের ভাষ্যমতে, এর পাশের দোনেৎস্ক অঞ্চলে অবশ্য রুশ সেনাদের অনেক এলাকা দখল করার সম্ভাবনা কম।
এদিকে, ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন যে রুশ বাহিনীগুলো ইতিমধ্যেই লুহানস্ক এবং দোনেৎস্কে তাদের অনেক লক্ষ্য পূরণ করেছে এবং তাদের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।