News update
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     

রাশিয়ান সৈন্যরা সেভেরোদোনেটস্কের বেশীরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে : জেলেনস্কি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-06-09, 1:19pm




ভয়ংকর লড়াইয়ের মধ্যে রাশিয়ান সৈন্যরা এখন পূর্ব ইউক্রেনের প্রধান শহর সেভেরোদোনেটস্কের বেশীরভাগ এলাকার নিয়ন্ত্রণ করছে। কিয়েভ বুধবার এ কথা জানায়।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস কঠোরভাবে সতর্ক করে বলেছেন, যুদ্ধের প্রভাব বিশ্বকে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

কৌশলগত এই শহরটি রাশিয়ার আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কারণ, এটি দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে তারা ইউক্রেনের পূর্বাঞ্চল দখল করতে চায়।

লুগানস্ক এবং দোনেটস্ক প্রদেশসহ পূর্ব ইউক্রেনের পরিস্থিতি তুলে ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘দনবাস যুদ্ধে সেভেরোদোনেটস্ক  লড়াইয়ের কেন্দ্রবিন্দু  হয়ে উঠেছে।’

জাতির উদ্দেশে সন্ধ্যায় এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘এটি একটি ভয়ংকর যুদ্ধ, খুব কঠিন লড়াই, সম্ভবত এই যুদ্ধের মধ্যে সবচেয়ে কঠিনতম একটি যুদ্ধ।’

লুগানস্কের গভর্নর সের্গেই গেইডে স্বীকার করেছেন  ‘দিনের ২৪ ঘন্টা’ রাশিয়ান বাহিনীর গোলাবর্ষণের কারণে সেভেরোদোনেটস্কসহ এসব এলাকা থেকে ইউক্রেন বাহিনীকে পিছু হটতে হতে পারে।

পরে তিনি টেলিগ্রামে বলেছেন, মস্কোর বাহিনী শহরের ‘একটি বড় অংশ’ নিয়ন্ত্রণ করছে, তবে এর শিল্পাঞ্চল এখনো কিয়েভের নিয়ন্ত্রণে। তথ্য সূত্র বাসস।