ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, পূর্বের লুহানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহরে রাশিয়ার এক বিমান হামলায় অন্ততপক্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার ইউক্রেনের গণ সম্প্রচার কেন্দ্র লুহানস্কের গভর্নর সের্হি হাইদাইকে উদ্ধৃত করে জানিয়েছে যে, সবচেয়ে মারাত্মক যুদ্ধক্ষেত্র সেভেরোদোনেৎস্কের সাথে লাগোয়া লিসিচানস্কে চালানো হামলায়ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
হাইদাই সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে উল্লেখ করেন যে, রুশরা গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উপর আক্রমণ অব্যাহত রেখেছে এবং লিসিচানস্কের সঙ্গে অদূরের একটি শহরকে সংযুক্ত করা একটি মহাসড়ক ধ্বংস করেছে।
বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস পত্রিকার খবরে উল্লেখ করা হয় যে, রুশ হামলায় নিহত অনেক লোককে লিসিচানস্কের একটি গণকবরে সমাহিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয় যে, এই মৃতদেহগুলো মূলত লিসিচানস্ক ও সেভেরোদোনেৎস্ক’সহ অন্যান্য শহরে গোলাবর্ষণে নিহত সেনা ও বেসামরিক নাগরিকদের।
একজন ইউক্রেনীয় সৈন্যের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে, সেনাবাহিনী গত এপ্রিল থেকে গণকবরটিতে লোকজনকে সমাহিত করে আসছে এবং সেখানে এখন প্রায় ৩শটি মৃতদেহ রয়েছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।