News update
  • Israel Starving Gaza: HRW     |     
  • BD has zero-tolerance on illegal migration: PM tells UK state minister     |     
  • We’re against border killings; it’s unfortunate: FM     |     
  • UZ : UP member jailed, another held for obstructing voters      |     
  • Two BD youths shot dead by BSF near Tetulia border     |     

জি-৭ শীর্ষ বৈঠক চলাকালে হামলা বাড়াচ্ছে রাশিয়াঃ যেলেনস্কি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-06-28, 7:56am

img_20220628_075440-3f283cdfcfbacd637eeef7f887b2fd6e1656381399.jpg





ইউক্রেনের রাজধানী কিইভ’সহ দেশটির অন্যান্য স্থানে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় নেতারা এই হামলাগুলোকে সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭’কে নিয়ন্ত্রণে রাখার একটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করেছেন।

রুশ বাহিনী গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়ার পর থেকে তাদের হামলা তীব্র করে নিচ্ছে। তারা উত্তর ও পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রশিক্ষণ স্থাপনাগুলোতে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

রুশ ক্ষেপণাস্ত্রগুলো রবিবার সকালে কিইভের কেন্দ্রস্থলেও আঘাত হানে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির যেলেনস্কি রবিবার এক ভিডিও বক্তব্যে বলেন যে এই হামলাগুলোতে একটি কিন্ডারগার্টেন এবং একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, হামলায় ৩৭ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এছাড়া, আহতদের মধ্যে সাত বছর বয়সী এক মেয়ে এবং তার মা’ও রয়েছেন, যিনি একজন রুশ নাগরিক।

প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক ঘটনা ঘটলেই হামলা বাড়ানোর অভিযোগ করেন। এর মাধ্যমে তিনি মূলত জার্মানিতে শুরু হওয়া জি-৭ শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করেন।

শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য বর্তমানে জার্মানিতে অবস্থান করা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলাগুলোকে ‘বর্বরতা’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি মস্কোর উপর চাপ বাড়াতে অন্যান্য জি-৭ নেতাদের সাথে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেন।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের শেষের দিকে মধ্য এশিয়ার সাবেক দুই সোভিয়েত রাষ্ট্র তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান সফরের পরিকল্পনা করছেন৷

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটিই হবে তার প্রথম বিদেশ সফর। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।