News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

রাশিয়া ইউক্রেনের ডনেটস্ক প্রদেশ দখলে মনোনিবেশ করেছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-07-06, 8:35am

img_20220706_083435-9cee79f53a9779860d428615a6c614081657074907.jpg




মঙ্গলবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, তারা আশা করে, রাশিয়া পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশ দখল করার জন্য ব্যবহৃত কৌশলই আবার ব্যবহার করবে। রাশিয়া ডনেটস্ক প্রদেশকে নিয়ন্ত্রণ করতে এবং সমস্ত ডনবাস অঞ্চলকে ধরে রাখার তার বিবৃত লক্ষ্যে পৌঁছেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার লুহানস্ক প্রদেশে বিজয় ঘোষণা করেছে। ইউক্রেনীয় সৈন্যরা সেখানে তাদের শেষ শক্ত ঘাঁটি লিসিশ্যাঙ্কস শহর থেকে পিছু হটেছে।

ইউক্রেন বলেছে, রুশ বাহিনী এখন ডনেটস্ক অঞ্চলের সিভর্স্ক, ফেডোরিভকা এবং বাখমুতে অগ্রসর হওয়ার চেষ্টা করছে যার অর্ধেক রাশিয়া নিয়ন্ত্রিত।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্লোভিইয়ানস্কে রাশিয়ার হামলায় ৯ বছর বয়সী একটি মেয়েসহ ৬ জন নিহত হয়েছে এবং আরও ১৯ জন আহত হয়েছে। ক্রামতোর্স্কেও রোববার গোলাবর্ষণ করা হয়।

সামরিক বিশ্লেষকরা বলছেন, আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে রুশ সেনাবাহিনীর ব্যাপক সুবিধা রয়েছে কিন্তু সৈন্যসংখ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো শ্রেষ্ঠত্ব নেই। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকে চলমান অস্ত্রশস্ত্রের পুনরায় সরবরাহের মাধ্যমে ইউক্রেন ডনবাসে রুশ আক্রমণের মোকাবিলা করার আশা করছে।

এর আগে সোমবারে জেলেন্সকি সুইজারল্যান্ডের লুগানোতে একটি সম্মেলনে ইউক্রেনের পুনর্গঠনের জন্য কী লাগবে তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে ভিডিওর মাধ্যমে বক্তব্য রেখেছিলেন।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহোল সোমবার শুরু হওয়া দুদিনের সম্মেলনে বলেছেন ইউক্রেনের পুনরুদ্ধারের জন্য “ইতোমধ্যে আনুমানিক ৭৫০ বিলিয়ন ডলার” প্রয়োজন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।