News update
  • Dubai begins construction of 'world's largest' airport terminal     |     
  • Met office issues heat wave alert for next 72 hours     |     
  • Rain expected in CTG, Sylhet within 24 hours     |     
  • MV Abdullah leaving UAE for Bangladesh today     |     
  • Hamas, studying new Israeli truce proposal, puts out hostage video     |     

তুর্কি-সিরিয়া সীমান্তে উত্তেজনা হ্রাসের যুক্তরাষ্ট্রের আহ্বান ব্যর্থ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-12-01, 8:34am

10070000-0aff-0242-c122-08da606fe215_w408_r1_s-e1c16a07f8bbb765ea4e9f59aa56f8071669862091.jpg




সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক এবং কুর্দি যোদ্ধাদের মধ্যে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা তেমন কোন প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে না । এই সংঘাত শুধুমাত্র ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীকে উপকৃত করবে- যুক্তরাষ্ট্রের এমন সতর্কতা সত্ত্বেও উভয় পক্ষই পিছু হটতে অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং সামরিক কর্মকর্তারা বলেছেন, তারা নেটো মিত্র তুরস্ক এবং আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ের মূল অংশীদার কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সাথে বিরামহীন যোগাযোগ রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি।

বারবার অনুরোধ করা সত্ত্বেও তুরস্ক এবং এসডিএফ উভয়ই মঙ্গলবার ইঙ্গিত দিয়েছে যে, তারা সংঘাত বৃদ্ধির জন্য প্রস্তুত হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা এই ব্যাপারে অনড় যে, এসডিএফ-কে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মিত্র নয়, বরং তুরস্ক-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি সম্প্রসারণ হিসেবে দেখা হবে।

তুরস্ক এই মাসের শুরুতে সিরিয়া এবং ইরাকে কুর্দি লক্ষ্যবস্তুর ওপর ধারাবাহিক বিমান হামলা চালায়। তারা এটিকে অপারেশন ক্ল-সোর্ড বলে অভিহিত করেছে। তারা বলেছে, ইস্তাম্বুলে ১৩ নভেম্বরে সংঘটিত বোমা হামলার প্রতিশোধে তারা এই অভিযান চালায়। ইস্তাম্বুলে ঐ হামলায় ৮ জন নিহত এবং আরও ১২ জনের মতো আহত হয়।

এসডিএফ সন্ত্রাসী হামলার সাথে তাদের কোনো প্রকারের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, বর্তমানে তুরস্কের হেফাজতে থাকা সন্দেহভাজনদের আইএসের সাথে সংযোগ রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট নিশ্চিত করেছে যে, আইএস-বিরোধী মিশনগুলো আর এসডিএফ-এর অগ্রাধিকারে নেই। এবং ওয়াশিংটনে পেন্টাগন বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীর অবশিষ্টদেরকে খুঁজে বের করার লক্ষ্যে যে টহল তার সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।