News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

রাশিয়া, ইউক্রেন গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে পাল্টাপাল্টি লড়াই করছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-12-09, 10:10am




রাশিয়ার এবং ইউক্রেনের বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের সংকটপূর্ণ পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে হামলা চালায় কারণ দুটি দেশ সেই অঞ্চল নিয়ে লড়াই করেছে যেটি মস্কো তার ১০ মাসের যুদ্ধে অধিগ্রহণের চেষ্টা করেছে।

ডোনেটস্ক অঞ্চলে সীমানা নির্ধারণের পুরো রেখা বরাবর যুদ্ধ ছড়িয়ে পড়ে, একজন ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন বৃহস্পতিবার সকালে রাশিয়ার ট্যাঙ্ক সামনের সারির শহর আভদিভকায় গোলাবর্ষণ করেছে।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন রাশিয়া বিলোহোরিভকা গ্রাম দখলের চেষ্টা করার জন্য লিসিচানস্ক শহরের কাছে আরও সৈন্য মোতায়েন করেছে এবং রাশিয়ার একটি তীব্র বিমান আক্রমণের বর্ণনা দিয়েছেন।

হাইদাই ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন, বিলোহোরিভকার আশেপাশে "তারা আরও বেশি করে রিজার্ভ সেনা আনছে, প্রতিনিয়ত হামলা হচ্ছে।"

ইউক্রেনের সামরিক জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছেন, জাপোরিঝিয়া অঞ্চলের রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর মেলিটোপোলে, ক্রাইমিয়ার একটি সরবরাহ রুট, রাশিয়ার-স্থাপিত কর্তৃপক্ষ যুদ্ধ করতে সক্ষম বয়সী পুরুষদের একত্রিত করার জন্য ডেকেছে।

রাশিয়া বুধবার থেকে একাধিক রকেট লঞ্চার থেকে কয়েক ডজন হামলা শুরু করেছে, ইউক্রেনের জেনারেল স্টাফরা বলেছেন, সাতটি ক্ষেপণাস্ত্র হামলা সহ ১৬টি বিমান হামলা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ২৪ ফেব্রুয়ারী আক্রমণের পর থেকে যুদ্ধের লক্ষ্য নিয়ে পরস্পরবিরোধী বিবৃতি দিয়েছেন, তবে এটি এখন স্পষ্ট যে তার লক্ষ্যগুলির মধ্যে রাশিয়ার সীমানা সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।

পুতিন বুধবার বলেন যে যুদ্ধটি একটি "দীর্ঘ প্রক্রিয়া" হবে তবে জোর দিয়ে বলেন যে রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনীয় ভূখণ্ডকে সংযুক্ত করে ভৌগলিকভাবে বড় হয়ে উঠেছে। যেটি কিনা আন্তর্জাতিকভাবে বিতর্কিত দাবি, যে দাবি তিনি সেপ্টেম্বরে করেছিলেন যে চারটি ইউক্রেনীয় প্রদেশ এখন রাশিয়ার অংশ। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।