News update
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     
  • Flood-hit Kurigram char residents see little hope in politics, elections     |     
  • Air quality of Dhaka continues to be ‘unhealthy’ Friday morning     |     
  • BNP pledges to implement signed July Charter     |     

আমেরিকায় আবার গোলাগুলি, বেশ ক'জন জখম

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-01-22, 5:20pm

dc0561e0-9a43-11ed-af36-9ffac86ecc1f-6430c67536b0f3abc910ce8f4d524ffd1674386443.jpg




যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ এক গুলিবর্ষণের ঘটনার পর সেখানে হাজির হয়েছে।

এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে মার্কিন মিডিয়ার খবরে বলা হচ্ছে।

শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে এই ঘটনাটি ঘটে।

এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ঐ শহরে জড়ো হয়েছিলেন।

কিন্তু এই ঘটনায় কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

গুলি চালানোর বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি এবং সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে আছে কিনা তা জানা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে কারণ ঐ এলাকায় মেশিনগান হাতে একজন লোককে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলিতে এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে।

চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে ১০ হাজারেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন। তথ্য সূত্র বিবিসি বাংলা।