ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন অতীতে গোয়া নির্বাচনের প্রচারে গিয়ে জোম্যাটো ডেলিভারি বয়ের স্কুটিতে উঠেছিলেন, তখন অনেকে বলেছিলেন লোক দেখানো। তারপর সময় পেরিয়েছে।
ভারত দেখেছে তাঁর ভারত জোড়ো যাত্রা। এবার রাহুল গান্ধীকে ভোটের কর্নাটকে দেখা গেল অন্য মুডে। পাবলিক বাসে।
সোমবার ৮ মে সকালে কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি কফি চেইন-এর আউটলেট-এ কলেজ ছাত্রছাত্রীদের সঙ্গে কফি খাওয়ার কথা ছিল। কফি-সহ তাঁদের সঙ্গে কথা বলার পর রাহুল তাঁদের জিজ্ঞেস করেন, আপনারা কীসে করে কলেজ যাবেন? জবাবে তাঁরা বলেন, বাসে।
এরপর তাঁদের সঙ্গে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে উঠে পড়েন রাহুল । যান শহরেরই আর এক প্রান্তে। সেই বাসে দেখা যায় রাহুল বাকিদের সঙ্গে খোশগল্প করছেন। মহিলারা রাহুলকে বলছেন, গণপরিবহণের সমস্যার কথা। কংগ্রেসের তরফে রাহুলের বাসযাত্রার যে ভিডিওটি টুইট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি স্টপেজে বাস থামছে। সেখানে উঠছেন এক মহিলা। তিন সিটের আসনে ধারে বসেছিলেন রাহুল। উঠে সেই মহিলাকে জায়গা করে দেন তিনি।
গোটা ভিডিও দেখে অনেকেই বলছেন, রাহুল নিজেকে রোজ ভাঙছেন। চিত্রনাট্য লেখা রাজনীতির বাইরে গিয়ে প্রতিষ্ঠা করতে চাইছেন স্বতঃস্ফূর্ততা। রাহুলের এই স্রোতের বিপরীতে চলা কংগ্রেসের জন্য কতটা ইতিবাচক হয় তা স্পষ্ট হবে কর্নাটক ভোটেই।