News update
  • Khaleda Gets Eternal Farewell from Over a Million of Hearts     |     
  • Sea of Mourners Gathers to Pay Tribute to Khaleda Zia     |     
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     

গাজার আরেক হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-10-19, 9:01am

resize-350x230x0x0-image-244310-1697662216-13202a74a4d5f6bdbcaaf8a4e266d2e01697684499.jpg




ফিলিস্তিনের গাজায় আরও একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা (পিআরসিএস) বুধবার (১৮ অক্টোবর) রাত সোয়া একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছে।

এক্স–এ (আগের নাম টুইটার) হামলার একটি ভিডিও চিত্র যুক্ত করে দেওয়া পোস্টে পিআরসিএস বলেছে, গাজা শহরের তাল আল–হাওয়া এলাকায় অবস্থিত আল–কুদস হাসপাতালের আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চলছে। হামলায় হাসপাতালটির ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিআরসিএসর ওই এক্স পোস্টে জানানো হয়, রোগী ছাড়াও গাজায় ইসরায়েলের হামলায় গৃহহীন হওয়া আট হাজারেরও বেশি ফিলিস্তিনি ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন।

এর আগেও আল–কুদস হাসপাতাল নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। ২০০৯ সালে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলি হামলায় হাসপাতালটির ভবন ধসে পড়েছিল।

এর আগে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৪৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। যদিও এই হামলার দায় অস্বীকার করছে দখলদার ইসরায়েল।

অপরদিকে. হাসপাতালে রোগী ও গৃহহীন ব্যক্তিদের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘসহ বিশ্ব নেতারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।